রাজশাহীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কতার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে অত্র শিশু একাডেমি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মন্জুর কাদের।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী  বিশ্ব বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর জান্নাতুন ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশকে ভালবাসার জন্য করণীয় বিষয়ে আলোচনা করেন এবং শিশুদের সে বিষয়গুলো শেখা এবং মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে তিনি ও উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরীতে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী মোট ২৭ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ | সময়: ৫:৩১ অপরাহ্ণ | Daily Sunshine