সর্বশেষ সংবাদ :

দু’বছর ধরে অকেজো আত্রাই রাবার ড্যাম

রায়হান আলম, নওগাঁ: নওগাঁর আত্রাই নদীতে নির্মিত রাবার ড্যাম দুই বছর ধরে অকেজো পড়ে আছে। ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামটি কোনো কাজে আসছে না। প্রকল্পের আওতায় তৈরি করা ক্যানেলগুলো ভরাট হতে চলেছে। ফলে বোরো ধান, রবিসহ চৈতালী ফসলের সেচ সুবিধার বাইরে প্রায় ১ হাজার ৬৫ হেক্টর আবাদি জমি। তাই কৃষি কাজে সেচের খরচ কমাতে রাবার ড্যামটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, আত্রাই উপজেলার শুটকিগাছা নামক স্থানে স্থানীয় সরকারি প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ওই এলাকায় কৃষকের বোরো, রবিসহ চৈতালী ফসলে সেচ খরচ কমাতে নদীর পানি ধরে রাখতে এই ড্যাম নির্মানের উদ্দ্যেগ নেয়। ২০১৭ সালে ১৩৫ মিটার দৈর্ঘের রাবার ড্রামটি নির্মাণ শেষে হলে কৃষকরা সুফল পেতে শুরু করেন।
তবে মাত্র তিন বছরের মধ্যেই ড্যামে দেখা দেয় ছিদ্র। ফলে ড্যাম পানি ধরে রাখতে না পারায় দুই বছর থেকে সহজে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার কয়েক হাজার হাজার কৃষক।
সুবিধাভোগী স্থানীয় কৃষক আমজাদ হোসেন বলেন, শষ্য ভান্ডার খ্যাত উত্তর জনপদের জেলা নওগাঁ। অনেক দিন থেকে এ রাবার ড্যাম নষ্ট হয়ে পড়ে আছে। বর্তমানে আমাদের এ অঞ্চলের কৃষকদের বোরো ধান, রবিসহ চৈতালী ফসলে সেচ শস্যে সেচের জন্য নদীর পানি ধরে রাখা বিশেষ প্রয়োজন।
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জমিতে সেচ দিতে বাড়তি খরচ করতে হয়। কিন্তু আত্রাই নদের পানি জমিতে ব্যবহার করে কম খরচ হয়। ফলে আমরা ফসল উৎপাদনে নদের পানি নির্ভশীল হয়ে গেছি।
আরেক কৃষক হারুনুর রশিদ বলেন, জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির কারণে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে ফসল উৎপাদানে অনেক খরচ। তাই রাবার ড্যাম চালু থাকলে অনেক কম খরচে নদী থেকে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করতে পারতাম। রাবার ড্যাম অকেজো হয়ে থাকায় আমরা কিভাবে ফসল উৎপাদন করব তা এখন আমাদের চিন্তার বিষয়।
স্থানীয় আবুল কাশেম, আকাশ রহমান, জব্বার, আবুল হোসেনসহ আরো কৃষক বলেন, আত্রাই নদে ১৯ কোটি টাকা ব্যয়ে নিম্ন মানের রাবার ড্যাম নির্মাণ করায় তিন বছরের মধ্যেই অকেজো হয়ে গেছে।
সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে একটি ভালো উদ্যোগ মুখ থুবড়ে পড়ে রয়েছে। ফলে এখন কৃষকদের উপকারে আসছে না ড্যামটি।
তারা আরো বলেন, আগে নদের পানি দিয়ে ১২শ’ টাকায় বোরো আবাদ করতে পারতাম। এখন জ্বালানী তৈলের দাম বৃদ্ধি হওয়ায় প্রায় আড়াই হাজার টাকা নিচ্ছেন নলকূপ মালিকরা।
শুটকিগাছা-রসুলপুর রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসলেম আলী বলেন, এই রাবার ড্যাম প্রায় দুই বছর আগে রাবার ছিদ্র হয়ে গেছে। যার কারণে আমরা পানি ধরে রাখতে পারছে না। আমরা রাবার ড্যাম সমস্যা সমাধানের জন্য নওগাঁতে আবেদন করেছি। এই রাবার ড্যামের সমস্যার কারণে কৃষকদের বোরো ধান, রবি, চৈতালী ফসলসহ বিভিন্ন ফসলের আবাদ করতে সমস্যায় পড়তে হচ্ছে। আশা করছি খুব তারাতারি এই সমস্যার সমাধান হয়ে যাবে।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার হোসেন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার ওই এলাকার সেচ সুবিধার আওতায় আসবে প্রায় ১ হাজার ৬৫ হেক্টর আবাদি জমি এবং উপকৃত হবে প্রায় ৪ হাজার ৩৯৩ জন কৃষক।
স্থানীয় সরকারি প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) আত্রাই উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম বলেন, বেশ কিছুদিন পূর্বে রাবার ছিদ্র হয়ে যাওয়ায় ড্যামটি ফুলানো সম্ভব হচ্ছে না। তাই পানি ধরে রাখা যাচ্ছে না। এটি মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করা যায় অল্প দিনের মধ্যে রাবার ড্যামের সমস্যার সমাধান হয়ে যাবে।


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৪:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ