ছাত্রদের উপর হামলা তদন্তে কমিটি প্রশাসনের মামলায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে গুরুতর জখম করার অভিযোগ এনে মামলা করেছেন। এতে তসলিম আলী ওরফে পিটার (৪৫) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র রফিকুল আলম। এদিকে স্থানীয়দের হামলা ও শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর প্রতিবাদে মূল ফটকের সামনে মহাসড়কে আগুন জ¦ালিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ৬ দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি অব্যহত রেখেছেন।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্যরা হলেন, সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, উপাচার্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে তদন্ত কমিটিকে নির্দেশনা দেয়া হবে কতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৪:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ