সর্বশেষ সংবাদ :

আশার আলো ক্লাস্টারের সিডিসি নেত্রীবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের ১১নং আশার আলো ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার দুপুরে চৌদ্দপায় এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিডিসি নেতৃবৃন্দের বিভিন্ন মতামত মনযোগ সহকারে শোনেন রাসিক মেয়র মহোদয়।
সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৫৮ হাজার সদস্যের প্রায় দেড় লাখ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। এ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটেছে। এক দিকে তারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ প্রকল্পের নামকরণ করেছেন। এভাবে প্রকল্পের কাজ অব্যাহত রাখতে চাই।
মেয়র আরো বলেন, ২০১৮-২০২৩ সাল নানা চড়াই উৎরাই পেরিয়ে করোনাকালীন সময়ে মহানগরবাসীকে ত্রাণ, খাদ্য অর্থ সহায়তা, ঔষুধ বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ সবধরণের সহযোগিতা অব্যাহত রাখা হয়।
মেয়র আরো বলেন, প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছি। রাজশাহীর বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে বেশ কয়েকটি সোয়েটার ফ্যাক্টরী ও গার্মেন্টস ফ্যাক্টরী স্থাপনের চেষ্টা চলছে। নানা প্রতিবন্ধিকতার কারণে এটিকে নিতে পারিনি। প্রশস্ত ও আলো ঝলমলে সড়কসহ নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। এটি অব্যাহত থাকবে।
তিনি বলেন, রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গৃহিত তহবিল দিয়ে ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক প্রতিষ্ঠা হলে তহবিলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সিডিসির সদস্যরা উপকৃত হবেন।
রাসিকের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ হিসেবে অতিথি থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
শাহীন আকতার রেণী তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজশাহীতে মেয়র মহোদয়ের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
সভায় আরো বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভা সঞ্চালনা করেন সিডিসি নেত্রী আঞ্জু এবং মিতা। মতবিনিময় সভায় ৩শ জন সিডিসি নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ | সময়: ৬:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর