৮ প্রকল্পে বদলে যাবে কেশরহাট পৌরসভা

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বিভিন্ন মহল্লার ৭ টি রাস্তা এবং একটি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি ফলক উন্মোচন করে উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুস্তম আলী প্রামাণিক, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার মণ্ডল, অধ্যক্ষ মনোয়ারুল ইসলাম, কেশরহাট পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামানসহ অন্যান্য কাউন্সিলরগণ।
প্রায় ২ কোটি ৪৬লাখ, ৯৪ হাজার ৫০৪ টাকা ব্যয়ে পৌর এলাকার বাকশৈল রেশম অফিস হতে ইয়াহিয়া মীরের বাড়ী এবংরাজশাহী-নওগাঁ মহাসড়ক হতে জসিমের বাড়ী পর্যন্ত আরসিসি রোড নির্মাণ, পৌর বাইপাস রোড হতে কেশর-কামারগাঁ রোড পর্যন্ত আরসিসি রোড নির্মাণ, কেশরহাট কেন্দীয় জামে মসজিদ হতে দিনান্ত সিনেমা হল পর্যন্ত আরসিসি রোড নির্মাণ, একটি ক্রস ড্রেননির্মাণ, কেশর-কামারগাঁ রোড হতে বিশাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং রোড নির্মাণ, বরিঠা মৃত জব্বার কবিরাজের বাড়ী হতে হঠাৎপাড়া অভিমুখে বিটুমিনাস কার্পেটিং রোড নির্মাণ ও রায়ঘাটী তেতুল তলা হতে আতাউর কসাইয়ের বাড়ী পর্যন্ত বিটুমিনা সকার্পেটিং রোড নির্মাণ কাজ করা হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ