সর্বশেষ সংবাদ :

সাবিনাদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২০ দল

স্পোর্টস ডেস্ক: ৩ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নেবে এই টুর্নামেন্টে।
ঘরের মাঠের এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নারী জাতীয় দলের বিপক্ষে। বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ রোববার বলেন, ‘এখন তো আর আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের সময় নেই। তাই অনূর্ধ্ব-২০ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সিনিয়র দলের বিপক্ষে। আমাদের সিনিয়র মেয়েরা দু-তিনদিন আগে ক্যাম্পে ফিরেছে।’
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ খেলবে উল্লেখ করে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের প্রত্যাশা অনেক। আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচ জেতার লক্ষ্য থাকবে।’
জাতীয় দলের বিপক্ষে অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ম্যাচ দুটি কবে নাগাদ হতে পারে? নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগ খেলবো। এখনো দিনক্ষণ ঠিক করিনি। তাছাড়া সিনিয়র দলের মেয়েরা তো মাত্র ক্যাম্পে যোগ দিয়েছে।’
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চারটি দল। তাই খেলা হবে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দেশ খেলবে ফাইনাল। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ৫ ফেব্রুয়ারি। শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ