প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর ১৪নং (পূর্ব) ওয়ার্ডে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কমিটি করেছে। তার মধ্যে একটি বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটি। এ কমিটির অধিনে ১৪নং (পূর্ব) ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহিদ কামারুজ্জামান ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটির মাহ্ফুজুল আলম লোটন।
বক্তব্য দেন, রাজশাহী মাহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোসাবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।
মতবিনিময় সভা পরিচালনা করেন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. তবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আাহাসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) সভাপতি আব্দুস সালাম, বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, আশরাফ উদ্দীন খান, অ্যাডভোকেট শামীমা আক্তার খাতুন, মো. ইউনুস আলী, অ্যাডভোকেট রাশেদ-উন-নবী আহসান, আব্দুস লালাম, ইফফাত আরা কামাল, মালিহা জামান মালা, শরিফ আলী মুনমুন, জেডু সরকার, কানিজ ফাতেমা মিতু, মোকসেদ-উল-আলম সুমন, সাফ্ফাদ হোসেন রিয়াদ, সুমন হোসেন।
সভায় বোয়ালিয়া (পশ্চিম) থানার অধিনে যে কয়েকটি ওয়ার্ড আছে সবগুলোতে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আজ (রবিবার) ১৩নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। নিউ মার্কেটের পশ্চিম পাশে স্বপ্নচূড়ায় সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬.৩০ টায় ১৭ (পূর্ব) ও (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নওদাপাড়া হামিদপুর উচ্চ বিদ্যালয়ে, বিকাল ৪টায় ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে লক্ষিপুর প্রাইমারি স্কুলে, বিকাল ৪টায় ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ে, সন্ধ্যা ৬.৩০টায় ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মেহেরচন্ডি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসরাইল মন্ডল, ১৪ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আঃ গফুর।


প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর