মোহনপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবমুক্ত সেই অসহায় পরিবার 

মোহনপুর প্রতিনিধিঃ

দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের চন্দ্রকোলা গ্রামের খালেক নামের সেই ভ্যানচালকের রাস্তা খুলে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেয়া রাস্তাটি পরিদর্শন করে উন্মুক্ত করে দেন মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস। এছাড়াও তিনি শান্তি শৃংখলা বজায় রাখতে উভয় পক্ষের মধ্যে সমন্বয় করে দিয়ে থাকেন। এসময় আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, ওসি (তদন্ত) মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা।

 

 

উল্লেখ্য, মোহনপুর উপজেলার চন্দ্রকোলা গ্রামে গত এক সপ্তাহ আগে প্রভাব খাটিয়ে আব্দুল খালের চলাচলের রাস্তা বাশের বেড়া ও নেট জাল দিয়ে অবরুদ্ধ করেন একই গ্রামের প্রভাবশালী হাজী ফজলুর রহমান। এতে খালেক নিরুপায় হয়ে নিরসন চেয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরার নির্দেশনা মোতাবেক সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস এ ব্যবস্থা গ্রহণ করেন।

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ | সময়: ৯:৫৩ অপরাহ্ণ | Daily Sunshine