সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে স্বাধীন দেশে ফিরেছিলেন ১০ জানুয়ারী। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর শহীদের রক্তস্নাত বাংলার মাটি ও মানুষ এই দিন ফিরে পেয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু নিজে তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন- ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে। মঙ্গলবার নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নগর আ’লীগ: রাজশাহী মহানগর আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ’ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাইকযোগে নগরীতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম। আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, শাহীন আকতার রেনী, ডা. তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য জহির উদ্দিন তেতু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন তেতু, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আব্দুস সালাম, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহমদ, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমত উল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।
রাসিক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় নগরভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ।
এরপর বঙ্গবন্ধু, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী মসজিদের পেশ ইমাম ক্বারী মামুনুর রশীদ। এরআগে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মসূচিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মাননীয় মেয়রের ব্যক্তিগত সহকারী বিপুল কুমার সরকার, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, সিটি হাসপাতালের মেডিকেল অফিসার (আবাসিক) ডা. তরিকুল ইসলাম বনি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন, ইভেন ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমির আহমেদসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাবি: এদিন সকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সেখানে বিশেষ মোনাজাতও করা হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা ও মুখ্য আলোচক ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর, ছাত্র উপদেষ্টা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষসহ বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
জেলা যুবলীগ: রাজশাহী জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দ। নগরীর লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবলীগ আলী আজম সেন্টু, সহ-সভাপতি হাসান মাহামুদ ফয়সাল, মোজাহিদ হোসেন মানিক ও মীর আক্তারুল মিতুল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন প্রমুখ।
শিক্ষাবোর্ড: দিবসটি উপলক্ষে রাজশাহী শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান রাজশাহী শিক্ষাবোর্ড চত্বরে বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চেয়ারম্যানের সভাপতিত্বে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি আজাদ আলী, উপ-বিদ্যালয় পরিদর্শক হোসনে আরা আরজু, বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক এবং সচিব হুমায়ূন কবীর। বক্তরা আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানান অধ্যায় ও ত্যাগ-তিতিক্ষার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য দেন।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বোর্ডের ইমাম মাওলানা আবুল হাশে মো. রহমতুল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন অত্র বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজম।
জেলা পরিষদ: রাজশাহী জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিুকুল ইসলাম, সদস্য-২ (তানোর) মাইনুল ইসলাম, ও সহকারী প্রকৌশলী এজাজুল আলম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য-২ (মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সদস্য-৪ (মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৮ (চারঘাট) জনাব আলী ও সদস্য-৭ ( পুঠিয়া) আসাদুজ্জামান মাসুদ সহ অন্যান্য কর্মকতা-কর্মচারীবৃন্দ।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাবির ইতিহাস বিভাগের প্রফেসর বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. আবুল কাশেম, এনবিআইইউ’র আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফ, শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আইইউএসির অতিরিক্ত পরিচালক শিক্ষক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
রাকাব: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় চত্ত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব প্রধান কার্যালয়ের সকল বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও সিবিএ নেতৃবৃন্দসহ প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রামেবি: দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত করা হয়।
রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা: আনোয়ারুল কাদেরর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, ডা. জাকির হোসেন খোন্দকার, পরিচালক ( অ.হি.), পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনিরসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যেছিল বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা, র‌্যালি ও আলোচনা সভা।
জেলা যুবলীগ: রাজশাহী জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দ।
নগরীর লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবলীগ আলী আজম সেন্টু, সহ-সভাপতি হাসান মাহামুদ ফয়সাল, মোজাহিদ হোসেন মানিক ও মীর আক্তারুল মিতুল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন প্রমুখ।
পবা উপজেলা: মঙ্গলবার পবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, দপ্তর সম্পাদক আব্দুল মাননান, যুগ্ন সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক জেবর আলী, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নবীবুর রহমান, নওগাটা পৌর যুবলীগ আহবায়ক শেখ ফরিদ, কাটাখালী পৌর যুবলীগ আহবায়ক জনি ইসলাম, পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল কারিম প্রমুখ।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: মঙ্গলবার বেলা ১২ টায় দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাবির ইতিহাস বিভাগের প্রফেসর বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. আবুল কাশেম, এনবিআইইউ’র আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফ, শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আইইউএসির অতিরিক্ত পরিচালক শিক্ষক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
গোমস্তাপুর: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে রহনপুর কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক জামালউদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন।
জয়পুরহাট: জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে- জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিকালে শহরের জিরো পয়েন্টের সামনে স্বাধীনতা চত্বরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটে সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী (জিপি),গোলাম হাক্কানি, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাম্মীম আজিজ সাজ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বীথি।


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ | সময়: ৫:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ