মিরাজ বীরত্বে জিতলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

শেষ উইকেটে দরকার ৫১ রান । উইকেটে মেহেদি হাসান মিরাজ ও বলার মোস্তাফিজুর রহমান। অনেকেই রাগে ক্ষোভে হয়তো টিভি সেটের সামনে থেকে উঠেও গিয়েছিলেন। টার্গেট মাত্র ১৮৭ রান। সেই রান করতে গিয়ে ১৩৬ রানে ৯ উইকেট নাই। তবে ক্রিকেটের লড়াইয়ে এক অল রাউন্ডার মিরাজ যথেষ্ট ছিলো তাই যেনো করে দেখালেন। আর উইকেটে মাটি কামড়ে আটকে ছিলেন দ্যা ফিজ খ্যাত মোস্তাফিজুর রহমান। মিরাজ অপরাজিত ছিলেন ৪১ রানে।

 

 

অবিশাস্য ব্যাটিংয়ে সেই নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে আজ রবিবার ভারতের হাতের মুঠোয় থাকা ম্যাচ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জিতেছে লিটন দাসের দল। মিরাজ ছিলেন ৪১ রানে অপরাজিত।

 

অনেক দিন পর খেলা গড়ানো মিরপুরের উইকেট আজ বেশ স্লো ছিল। প্রথমে ব্যাট করে ভারত তুলতে পারে মোটে ১৮৬ রান। অবশ্য তারা ৫০ ওভার পুরোটা খেলতে পারেনি। সাকিব আল হাসানের ঘুর্ণিতে তারা আলআউট হয়ে যায় ৪১ ওভার ২ বলেই। সাকিব নেন ৫ উইকেট।
জবাবে বাংলাদেশের শুরুটাও ততটা ভালো হয়নি। প্রথম বলেই আউট হয়ে যান ওপেনার শান্ত। এরপর বিজয় ও লিটন ছোট করে জুটি বাঁধেন। ১০ম ওভারে বিদায় নেন বিজয়। বিজয়ের বিদায়ের পর লিটন-সাকিব ভালো জুটি গড়ে তোলেন।

বিস্তারিত আসছে…….


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ | সময়: ৮:১০ অপরাহ্ণ | Daily Sunshine