শিবগঞ্জে ৭৩ জন পেলেন সার সুপারিশ কার্ড

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে ৭৩জন কৃষক পেলো সার সুপারিশ কার্ড। রবিবার সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসে বাংলাদেশ মৃতিক্তা সম্পদ উন্নয়ন ইন্সিটিটিউট এর সহযোগিতায় উপজেলার কৃষকদের মাটি পরীক্ষা মাধ্যমে সঠিক মাত্রা রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে সার প্রয়োগ নির্দেশিকা সম্বলিত সার সুপারিশ কার্ড দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, এসআরডিআই চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলাম, এসআরডিআই রাজশাহী বিভাগীয় গবেষণাগার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
সার সুপারিশ কার্ড বিতরণকালে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়, কৃষিখাতে উৎপাদনের ক্ষেত্রে সার কম ব্যবহার বা সঠিক পরিমাণ সার প্রয়োগে চাষাবাদে উন্নতমানের চাষ ও ফলন বৃদ্ধির জন্য মাটি পরীক্ষার বিকল্প নাই। তাই ভ্রাম্যমান গাড়ীর মাধ্যমে কৃষকদের চাষাবাদকৃত জমির মাটি পরীক্ষা করা আবশ্যক। মাটি পরীক্ষা করা হলে সার কম ব্যবহার হবে। সার কম ব্যবহার হলে খচরও কমবে।
উল্লেখ্য, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের নিয়ে পরীক্ষা ও সঠিক পরিমাণ সার প্রয়োগ বিষয়ক কর্মশালা হয়েছে। এরই প্রেক্ষিতে ৭৩জন কৃষককে সার সুপারিশ কার্ড দেয়া হয়।


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২ | সময়: ৫:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ