সর্বশেষ সংবাদ :

বাগমারা ইউএনও’র হটাৎ বদলী

স্টাফ রিপোর্টার, বাগমারা: মাত্র আড়াই মাসের ব্যবধানে হটাৎ বদলী হয়েছেন বাগমারার ইউএনও সাইদা খানম। বাগমারার দ্বিতীয় মহিলা ইউএনও হিসাবে গত আড়াই মাস পূর্বে তিনি বাগমারায় যোগদান করেন। তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে বদলীর আদেশ জারি করা হয়। বুধবার এই সংক্রান্ত একটি আদেশ ইউএনও’র কার্যালয়ে পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও’র দপ্তরের অফিস সুপার শহিদুল ইসলাম।
তাকে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় বদলী করা হয়েছে। এ দিকে মাত্র আড়াই মাসের ব্যবধানে বাগমারার নবাগত ইউএনও’র বদলীর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, ইউএনও সাইদা খানম আসতে না আসতেই বদলীর বিষয়টি রহস্যজনক। তবে তিনি বাগমারায় যোগদানের পর থেকে খাস পুকুর ইজারা, ফসলী জমিতে পুকুর খনন বন্ধ ও অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নেমে ব্যাপক চাপের মুখে পড়েন। এসব নিয়ে তৎকালিন সহকারি কমিশনার(ভুমি) মাহমাদুল হাসানের সাথে তার দূরত্বের সৃষ্টি হয়। গত মাসেই বদলী হন মাহমুদুল হাসান। তার বদলীর এক মাস না পেরোতেই বদলী হলেন সাইদা খানম। এ দিকে আবু সুফিয়ান নামে নবাগত ইউএনও’র বাগমারা যোগদানের কথা রয়েছে।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ