ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন

সানশাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে কীটনাশক তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।
শনিবার ভোরে ধামরাই উপজেলার কালামপুর বিসিক এলাকায় ‘বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো প্রডাক্টস লিমিটেড’ কারখানায় আগুন লাগে বলে জানান ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা। তিনি বলেন, চার তলা ভবনটির চতুর্থতলায় অগ্নিকাণ্ড ঘটে। ওই ফ্লোরটি কারখানার গুদাম হিসেবে ব্যবহার হতো।
ফায়ার সার্ভিস সহকারী পরিচালক (অপারেশন) মো. নজমুজ্জামান জানান, শনিবার ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। “কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার, ডিইপিজেড ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের সর্বমোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।” তিনি বলেন, “ভবনের চতুর্থতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।”


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ