সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পত্নীতলায় বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পুরাতন বাজার হতে ১১হাজার পিচ নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। আটককৃতরা হলেন মো. নজরুল ইসলাম এর ছেলে মো. শাহীনুর ইসলাম শাহীন (৩৭) এবং তার স্ত্রী মোছাঃ গুলশান আরা (৩০)। বুধবার দুপুরে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইউএনও মোসাঃ রুমানা আফরোজ।
প্রেস ব্রিফিংয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ রুমানা আফরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পত্নীতলা থানা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পত্নীতলা সদর নজিপুর পুরাতন বাজারস্থ মেসার্স শাহীন মেডিক্যাল স্টোর এর প্রোপাইটার মো. শাহীনুর ইসলাম শাহীন এর বসতবাড়ি তল্লাশি করে ১০০মিঃগ্রাঃ এর ১১ হাজার পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং শাহীনসহ তার স্ত্রীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট খুচরা ও পাইকারী ক্রয় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার ওসি মো. সেলিম রেজা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সামসুল আলম।


প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ | সময়: ৬:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ