রাজশাহীর সীমান্ত থেকে কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা সীমান্ত থেকে কষ্টি পাথরের এই মূর্তিটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে রাজাবাড়ী চেকপোস্টের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক কিংবা শনাক্ত করা সম্ভব হয়নি। মূর্তিটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম। আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা। মূর্তিটি ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ