মহাদেবপুরের ৩৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদশূন্য

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক ও একাডেমিক কাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এ উপজেলায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৩৫টি বিদ্যালয়ের মধ্যে ১০১টিতে প্রধান শিক্ষক থাকলেও ৩৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এরমধ্যে মামলা জনিত কারনে ৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানাগেছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আগামী নিয়োগে এসব পদ পূরণ হবে বলেও তিনি জানান।


প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২ | সময়: ৬:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ