বাঘায় সড়কে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় জিসান আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় চকছাতারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল ধাক্কা আহত হওয়ার পরদিন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জিসার বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের রিন্টু আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির ভেতরে থেকে রাস্তায় যাওয়ার পর একটি মোটরসাইকেল জিসান আলীকে (৭) তীব্র গতিতে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাকেলের চালক ইমন-সহ দুইজনই আহত হয়।
এর মধ্যে শিশু জিসান গুরুতর আহত হয়। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে চিকিৎসক শিশু জিসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আর মোটরসাইকেল চালক ইমন আলী (২৫) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। মোটরসাকেল চালক বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আবু হানিফের ছেলে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে শিশুটির পরিবার আইনি পদক্ষেপ নিতে রাজি হয়নি।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২ | সময়: ৬:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ