সর্বশেষ সংবাদ :

কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের জন্মদিন উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী কমরেড ইলা মিত্রের ৯৮তম জন্মদিন উপলক্ষে তাঁর সংগ্রামের স্মৃতিবিজরিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিষ্টিমুখ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোলের ইলা মিত্র স্মৃতি সংসদ সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের নিয়ে ইলা মিত্রের জন্মদিনে মিষ্টিমুখ করে।

 

এদিকে, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদে জাগো নারী বহ্নিশিখা আলোচনা সভার আয়োজন করে। জাগো নারী বহ্নিশিখা’র সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইনজীবী আবু হাসিব, সংগঠনের উপদেষ্টা শফিকুল আলম, আনয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ছবি রানি সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ত আশরাফুল আম্বিয়া সাগর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য রামিজ আহমেদ প্রমূখ।

 

বক্তারা বলেন, মানুষের মুক্তির জন্য ইলামিত্রের যে আত্মত্যাগ ও ভালোবাসা তা ভুলে গেলে চলবে না। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য নাচোলের কেন্দুয়ায় ইলামিত্রের স্মৃতিসৌধের পাশে একটি ‘ইলামিত্র জাদুঘর’ স্থাপনের দাবি জানান বক্তারা।

 

 

 

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর