সর্বশেষ সংবাদ :

সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠির উন্নয়নে সরকার নিবেদিত : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হয়ে গেল সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘কারাম’। শুক্রবার বিকেলে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠির বাসিন্দারা এই অনুষ্ঠানের আয়োজন করে।
উৎসবের প্রথম পর্বে ছিলো পূজা অর্চনা। বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
প্রতিযোগিতায় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশত সাংস্কৃতিক দল অংশ নেয়। মাদল ও কর্তাল বাজিয়ে নিজস্ব ভাষায় গান ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন শিল্পিরা। তাদের জাতিগত সংস্কৃতি তুলে ধরেন। অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরন করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেন সমতলে বসবাসকারী সাঁওতাল, উড়াও ও মাহাতোসহ সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠির উন্নয়নে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে। ঐতিহ্য টিকিয়ে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করা হয়।


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ