শনিবার, ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে র্যাবের সদস্যরা। এসময় অভিযুক্ত দুজনকে গ্রেফতারও করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার র্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর দূর্গাপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামী মাহাফুজ ওরফে অভি (২৫), আসামী বিয়ানুছ আলী (৫৬) ও মহসীনা বেগম (৪০) ভিকটিম স্কুলছাত্রীকে অপহরণ করে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলাবাজারস্থ স্থানে অবস্থান করছিল। এসময় তাদের অবস্থান নিশ্চিতের পর সেখানে অভিযান চালানো হয়। এসময় অপহরণ মামলার এজাহার নামীয় আসামী মাহাফুজ ওরফে অভি ও মহসীনা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে একই এলাকা থেকে ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে দুই আসামী ও উদ্ধার ভিকটিম স্কুলছাত্রীকে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়।