সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রাইফেল ক্লাবের শুটিং একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শুটিং একাডেমির উদ্বোধন করেন রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে রাইফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ও রাজশাহী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সহ-সভাপতি লিয়াকত আলী, গোলাম সারোয়ার স্বপন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন রাজু প্রমূখ।
জানা যায়, ক্লাবের সভাপতি ও আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে শুটিং অস্ত্র ও সামগ্রী ক্রয় করে ক্লাবটিকে নব উদ্যোমে সংগঠিত করা হয়েছে। আর সেই ধারাবাহিকতায় এই শুটিং একাডেমির উদ্বোধন করা হয়। এসময় ক্লাবটিতে আর্থিক অনুদানকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।