রাজশাহীতে অবৈধ ক্লিনিক অভিযান , তালা দিয়ে পালালেন মালিকরা

 

স্টাফ রিপোর্টারঃ

 

রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়েছে সিভিল সার্জন  দপ্তর। এ অভিযানের খবরে অন্তত ৫টি ক্লিনিকের মালিক এবং তাদরে লোকজন পালিয়ে যায়। সকাল থেকে এ অভযিান চালানো হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুকের নেতৃত্বে অভিযান চালানো হয় নগরীর অবৈধ লাইসেন্স বিহীন ক্লিনিক গুলোতে। এসময় কয়েকটি ক্লিনিককে জরমিানা করা হয়। খবর পেয়ে অন্যান্য অবৈধ ক্লিনিকের মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। পালিয়ে যান ওইসব ক্লিনিকের কর্মচারিরাও নার্সরা ।

 

রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুক বলেন, এই অভিযান অব্যাহত থাকবে  । চিকিৎসার নামে কাউকে প্রতারনা মুলক বাণিজ্য করতে দেওয়া হবে না।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ | সময়: ১০:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর