সর্বশেষ সংবাদ :

সিংড়ায় সার মজুদের দায়ে ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সার কেলেঙ্কারির ঘটনায় সোমবার ইটালি ইউপির ৫নং ওয়ার্ড সদস্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকলেছুর রহমান। এ নিয়ে পর পর দু’বার তিনি পুলিশের হাতে আটক হলেন।
স্থানীয়রা বলেন, অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে তাকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার আল ইমরান।
এর আগে গত বছর ২২ আগস্ট শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েত হোসেনের গরু ওই ইউপি সদস্যের আমন ধানের জমিতে গেলে ইউপি সদস্য মকলেছুর রহমান ও তার লোকজন ১১টি গরু আটক করে বেঁধে রাখে। খবর পেয়ে কৃষক শাহাদত ও বেলায়েত হোসেন ইউপি সদস্য মকলেছ আলী দুই কৃষককে গাছের সাথে বেঁধে রেখে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই কৃষককে উদ্ধার করে।
নির্যাতিত কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী বাদী হয়ে ইউপি সদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।


প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ