তানোরে যুবকের রহস্য জনক মৃত্যু 

 

তানোর  প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে মধু (২২) নামে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলমা বলাইপুকুর গ্রামের তসলিমের ছেলে। ময়না তদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই আব্দুস সালাম বাদি হয়ে তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

 

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে কলমা ইউনিয়নের বলাইপকুর এলাকার ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করে তানোর থানা পুলিশ।

 

এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত ৬ মাস আগে মধু তার ২ সন্তার ও স্ত্রীকে নিয়ে ধানের জমির মধ্যে গ্রাম থেকে দুরে বলাইপুকুর পাড়ে ছোট একটি টিনের চালার ঘর করে সেখানে বসবাস করছিলেন। গত ৪ দিন আগে তার স্ত্রী ২ সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলো। রাতে তার স্বামী ওই টিনের ঘরে একাই ছিলো। তবে, কি কারণে তার মৃত্যু হয়েছে কেউ বলতে পারছেন না।

 

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ধানের জমিতে লাশ পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে রাতেই লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয় এবং লাশ দাফন করা হয়েছে। তবে, মৃতুর কারণ এখনো জানা যায়নি।

 

সানশাইন/তৈয়ব

 

 


প্রকাশিত: আগস্ট ২০, ২০২২ | সময়: ৭:৫১ অপরাহ্ণ | Daily Sunshine