সর্বশেষ সংবাদ :

ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে বাসি বিরিয়ানি রাজশাহীর হাজি বিরিয়ানি গুনলো ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে বাসি বিরিয়ানি রাখায় রাজশাহী নগরীর গৌরহাঙ্গা এলাকার হাজি বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। তিনি বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে দুপুরের দিকে নগরীর গৌরহাঙ্গা এলাকায় হাজি বিরিয়ানিতে অভিযান চালানো হয়। এ সময় ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে বাসি বিরিয়ানি পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া আলাদা অভিযানে নগরীর মালোপাড়া এলাকায় এরাবিয়ান কিচেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা হয়। হাসান-আল-মারুফ আরও জানান, তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: আগস্ট ৭, ২০২২ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ