সর্বশেষ সংবাদ :

রেকর্ড গড়ে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক: টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ২৪তম ওভারে ১০০ স্পর্শ করে বাংলাদেশ। ওয়ানডেতে এ নিয়ে চতুর্থবার ওপেনিংয়ে শতরানের জুটি গড়লেন এ দুজন। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সবচেয়ে বেশি চারটি শতরানের জুটিতে তামিম-সৌম্য সরকারের জুটিকে ছুঁয়ে ফেললেন তারা।
ওয়ানডেতে যে কোনো উইকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি শতরানের জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের (৬)। এদিকে আরেকটি মাইলফলকে প্রথম বাংলাদেশি হয়ে গেলেন তামিম ইকবাল। ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করলেন বাংলাদেশ অধিনায়ক। সব মিলিয়ে ওয়ানডেতে এ কীর্তি গড়া ৩৩তম ব্যাটসম্যান তিনি। ওপেনার হিসেবে নবম।
রেকর্ড স্পর্শ করে সিকান্দার রাজার ওপর চড়াও হতে গিয়ে ফিরে গেলেন তামিম। শর্ট লেংথের বলে তুলে মারতে গিয়ে টপ-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ধরা পড়েছেন ইনোসেন্ট কাইয়ার হাতে। ৮৮ বলে ৬২ রান করে ফিরেছেন তামিম, বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে ১১৯ রানে। টাইগারদের স্কোর ২৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৩০।


প্রকাশিত: আগস্ট ৬, ২০২২ | সময়: ৫:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ