রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরন, মাধ্যমিক স্তরের পাঠ চলমান প্রক্রিয়া সুনিশ্চিত, ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া, অতি-দরিদ্র ও শিশুদের ঝরে পড়া রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকালে তানোর ডাসকো অফিসের হল রুমে ত্র্যাকসেস প্রকল্প-ডাসকো ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে ডাসকো ত্র্যাকসেস প্রকল্পের জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ার্যান লুৎফর হায়দার রশিদ ময়না । তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাসকোর ত্র্যাকসেস প্রকল্প এলাকা সম¤œয়কারী আব্দুল লতিফ, কর্মসুচী সংগঠক ফারুক হোসেন, ডাসকো ফাউন্ডেশনের এ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার জহুরা পারভীন প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও এলাকার সুধিজনরা।