সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে করোনায় একদিনে আরও ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। সোমবার রামেক হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে চিকিৎসাধিন রাজশাহী ও নাটোরের দুই বৃদ্ধা মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর রোগী করোনা পজিটিভ ছিলেন। নাটোরের রোগী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ছয়জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় তারা শনাক্ত হন বলে নিশ্চিত করেছেন বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার।
স্বাস্থ্য পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ৬ জন, নাটোরে ২৩ জন, জয়পুরহাটে ২৪ জন, বগুড়ায় ২৩ জন, সিরাজগঞ্জে ৩১ জন ও পাবনায় ৩১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ হয়ে কারও মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছেন ৬৪০ জন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ