সর্বশেষ সংবাদ :

কাতার বিশ্বকাপে নিরাপত্তায় ৩ হাজার সৈন্য পাঠাবে তুরস্ক

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুর জানান, এই বছরের নভেম্বরে শুরু হওয়া কাতার ফুটবল বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে দাঙ্গা পুলিশ, বিশেষ বাহিনী এবং বোমা শনাক্তকারী বিশেষজ্ঞদের পাঠাবে আঙ্কারা। সোয়লু বলেন, টুর্নামেন্ট চলাকালীন ৩ হাজার দাঙ্গা পুলিশ কর্মকর্তা, ১০০ তুর্কি বিশেষ বাহিনীর সদস্য, ৫০টি বোমা সনাক্তকারী কুকুর এবং তাদের অপারেটর, ৫০ জন বোমা বিশেষজ্ঞ এবং অন্যান্য কর্মী মোতায়েন করা হবে। নিরাপত্তা কর্মীরা বিশ্বকাপের জন্য নভেম্বর এবং ডিসেম্বরে ৪৫ দিনের জন্য কাতারে অস্থায়ীভাবে কাজ করবে। সোয়লু আরও জানান, তুরস্ক ৬৭৭ কাতারি নিরাপত্তা কর্মীকে ৩৮টি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে প্রশিক্ষিত করেছে।


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ | সময়: ৪:১৮ অপরাহ্ণ | সুমন শেখ