রবিবার, ১৪ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের দুইটি অভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১১ জন আসামীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গোমস্তাপুর থানা জানায়, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করা হয়েছে। এরমধ্যে ৩৪ ধারায় ১ জন, জিআর পরোয়ানা ৩ জন ও সিআর পরোয়ানাভূক্ত ৭ জন রয়েছেন।
আটককৃতরা হলেন, লালাপুরের গাজিউর রহমান গাজলু, ব্রজনাথপুর গ্রামের আরোপ আলি, ডালিম, শাজাহান, দুরুল, কাইয়ুম, বেলাল, ফিটু, চৌডালার বিরামপাড়ার মিজান, দুর্লভপুর পাড়ার কামাল হোসেন, কেডিসিপাড়ার ইউসুফ আলী ইসমাইল।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।