রাবিতে প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ কলাভবনের ১৫০ নং কক্ষে ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড ঃ প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার উদ্যোগে রবিবার বিকেল সাড়ে ৪ টায় এই মোড়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার সভাপতি প্রফেসর ড. পিএম সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত সরকার, স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ সফিউদ্দিন, আত্মকথন হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থের লেখক সরাফ আহমেদ।


প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৬:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর