সর্বশেষ সংবাদ :

মুণ্ডুমালায় ভূমিহীন ৩০ পরিবারে ঘরে জ¦ললো আলো

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার ৬ নং ওয়ার্ডের এক বিশাল ক্ষেতের মাঠে গত দুই বছর আগে ছোট ছোট বসত গড়ে তুলে ছিলেন ৩০ ভূমিহীন পরিবার। খোলা মাঠে ছোট-শিশু কিশোর নিয়ে চেরাক বাতির জালিয়ে তারা এক অন্ধকার জীবন যাপন করছিলেন।
তাদের এমন মানবিক জীবন যাপন দেখে বিদ্যুৎয়ানের উদ্যোগে নেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান। অবশেষে আলোর মুখ দেখলো ভূমিহীনের ৩০ পরিবার। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজন ও অর্থায়নে লাইন নির্মান করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সেই খোলা মাঠে জগদিসপুর শান্তিগর পাড়ায় ভূমিহীন ৩০ পরিবারে বিদ্যুৎয়ানের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ মুন্ডুমালা সাব জোনাল অফিসের ইনচার্জ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুণ্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বুলবল। এর আগে সেখানে তিনটি সোলার বিদ্যুৎ স্থাপন করে দেন পৌর মেয়র।


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ