রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে দুই মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের উপসর্গ ছিল। করোনা নেগেটিভ হওয়ার পর অন্যান্য শারীরিক জটিলতায় মৃত্যু হয়েছে আরেকজনের।
শুক্রবার সকাল নয়টা থেকে শনিবার সকাল নয়টার মধ্যে তাদের মৃত্যু হয়। দুজনের মধ্যে একজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং অন্যজন ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। অন্যজনের রাজশাহী জেলার বাসিন্দা।
রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন এবং করোনা নেগেটিভ হয়ে একজন মারা গেছেন।
১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল নয়টা পর্যন্ত রোগি ভর্তি ছিলেন ২৫ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন এবং পাবনার একজন রোগি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভর্তি রোগিদের মধ্যে করোনা আছে নয় জনের। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন চার জন। করোনা ধরা পড়েনি এমন রোগি ভর্তি আছেন ১২ জন।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৪:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ