সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবসে উপলক্ষে রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যেছিল র‌্যালি, আলোচনা সভা, জয়িতাদের সম্বর্ধনা, সনদ ও ক্রেষ্ট বিতরণ। বৃহস্পতিবার এসব কর্মসূচি পালিত হয়।
পবা উপজেলা: উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, পবা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আশরাফ আলী দেওয়ান, পবা উপজেলা পটরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। বক্তব্য রাখেন বিভাগীয় জয়িতা রহিমা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চল ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহনাজ পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন থেকে আগত নারী সংগঠনের নেতৃবৃন্দ।
তানোর: উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তানোর পৌর মেয়র ইমরুল হক, তানোর স্বাস্থ্য কেন্দ্রের টিএইসএ বানাস হাজদ প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে হল রুমে দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
নাচোল: নাচোল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। এছাড়া অনুষ্ঠানে আরো বিশেষ ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, পল্লীসঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান।
গোদাগাড়ী: উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম। বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, রাজশাহী জেলা পরিষদ সদস্য শ্রীমতি কৃঞ্চনা দেবী উপজেলা মহিলা বিষয়ক শারমিন শাপলা, পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রাফিজা তাবাসুম জিনিয়া প্রমূখ। এ সময় বক্তরা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবীত হয়ে সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা নির্বাচিত ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। জয়িতা অন্বেশণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বাগমারা: উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রকৌশলী সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
নওগাঁ: বৃহষ্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানাজ মালেক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাইস, জয়িতা শাপলা খাতুন ও এলমা খাতুন। পরে প্রধান অতিথি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে ৫ জন ও সদর উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সম্বর্ধনা দেওয়া হয়।
পত্নীতলা: উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বেগম রোকেয়ার জীবনী পর্যলোচনা করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন কুমার পাল। জাতীয় মহিলা সংস্থার আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ।
বাঘা: রবিবার আলোচনা সভা ও পাঁচ জন জয়ীতাকে পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘা উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ দাস, প্রানী সম্পদ অফিসার আমিনুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, দু’জন জয়িতা যথাক্রমে- হাসি বেগম ও ববিতা খাতুন।
নিয়ামতপুর: উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য ইমরান ইসলাম। আলোচনা সভার পূর্বে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন।
পোরশা: উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা দূর্নীতিবিরোধী কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য তেঁতুলিয়ার জোসনা রানী, গাংগুরিয়ার শেফালী টপ্য, পঞ্চমী রানী, পারুল বেগম ও ঘাটনগরের লুৎফা খাতুনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
মহাদেবপুর: বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাপলা বানুকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার একে এম মোবাশ্বেক হাসান ও জয়িতা শাপলা বানু।
গোমস্তাপুর: আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল। পরে ২ জন নারীকে জয়ীতা পুরষ্কার প্রদান করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ