মঙ্গলবার, ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রবীণদের সুস্থতা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। ঈবহঃৎব ঋড়ৎ ঊষফবৎষু ঝঁঢ়ঢ়ড়ৎঃ ওহরঃরধঃরাব (ঈঊঝও) এর আয়োজনে ও রাজশাহীর পদ্মা রোটারী ক্লাব, ভ্যান্টেজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ ও আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজশাহী জেলা শাখার যৌথ সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় নগরীর নাইস কনভেনশন সেন্টারে সেমিনারটির আয়োজন করা হয়েছে।
সিইএসআই’র সিইও জিয়া সিদ্দিকের সভাপিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। অনুষ্ঠানে বাংলাদেশে প্রবীণদের অবস্থা সম্পর্কে বক্তব্য রাখবেন প্রবীণ বিশেষজ্ঞ ও কলামিস্ট হাসান আলী, প্রবীণদের সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা এবং প্রাপ্ত সুবিধা বিষয়ে বক্তব্য রাখবেন ড. হালিদা হানুম আখতার, প্রবীণদের চিকিৎসায় আকুপ্রেসারের ভূমিকা নিয়ে আলোচনা করবেন আকুপ্রেসার বিশেষজ্ঞ আলমগীর আলম, যোগ ব্যায়ামে প্রবীণদের সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বক্তব্য প্রদান করবেন আশীষ অধিকারী।