রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় ৪২০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকাল ৭টায় উপজেলার পাকুড়িয়া ঘোষপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীরের বাড়ি ওই গ্রামেই।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, তিনজনের কাছে ছিল এসব ফেন্সিডিল।
র্যাব সদস্যদের দেখে দুজন পালিয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছেন। তবে এ ঘটনায় তিনজনের বিরুদ্ধেই থানায় মামলা করা হয়েছে।