মহানন্দার ভাঙ্গনরোধে চেয়ারম্যানের চেষ্টা

স্টাফ রির্পোটার, শিবগঞ্জ: বুধবার রাতে পালপাড়ায় মহানন্দা নদীর ডানতীরে আকশ্মিক ভূমিধস শুরু হলে স্থানীয়দের খবরে চকর্কীত্তি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই ঘটনাস্থল থেকে তিনি ভিডিও কলে স্থানীয় সাংসদ ও চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিনকে বিষয়টি জানালে পরদিন বৃহষ্পতিবার তিনি সরজমিন প্রদর্শন করেন।
উপবিভাগীয় প্রকৌশলী উদ্ধতন কর্তৃপক্ষকে জানালে শুক্রবার দুপুরে তাৎক্ষণিকভাবে পালপাড়াকে রক্ষার জন্য ১২শ জিও ব্যাগ ভাঙ্গনকবলিত অংশে স্থাপনের মাধ্যমে সাময়িকভাবে ভাঙ্গন বন্ধের উদ্যোগ নেয়া হয়।
এ সময় সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল কাজটির উদ্ধোধন করেন। উদ্ধোধনকালে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজনসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর