মঙ্গলবার, ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে একজন মারা গেছেন। ষাটোর্ধ্ব ওই ব্যক্তি রাজশাহীর বাসিন্দা। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে মঙ্গলবার হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা গেছেন একজন। নতুন রোগী ভর্তি হয়েছেন তিনজন এবং ছাড়পত্র পেয়েছেন দুজন। এদিন সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৩২ জন।
এর আগে সোমবার জেলার ২৪৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আটজনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩ দশমিক ২৮ শতাংশ।