মহাদেবপুরে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

মহাদেবপুর প্রতিনিধি :

মহাদেবপুরে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনীর ভূমিকা এই স্লোগানকে সামনে রেখে গত ৩ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয় এর আয়োজন করে।

 

 

 

দিবসের শুরতেই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক/কর্মচারী, পেশাজীবি, সাংবাদিক, রাজনীতিবীদ, ডাক্তার, কর্মকর্তাসহ অভিভাবকগণের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জোনায়েদ এর সভাপতিত্বে এবং উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু, সাংবাদিক লিয়াকত আলী বাবলু সভাপতি ওয়েভ ফাউন্ডেশন মহাদেবপুর উপজেলা এ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটি, সহ সভাপতি সিমা রানী মজুমদার, সহ সভাপতি উজ্জল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সংকর রবিদাস, বিলাস মন্ডল, থার্ড জেন্ডার কাজলী, নওগাঁ কমিটির উন্নতম সদস্য সম্পা আক্তার, শিক্ষার্থী পাপন কুমার ও দুর্জয়, শিক্ষিকা তহমিনা খাতুন এবং রংকনা রানী প্রমুখ।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ | সময়: ১:১৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর