সর্বশেষ সংবাদ :

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস ডেস্ক: আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। শুক্রবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিনটি ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই তিন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
আগামী শুক্রবার প্রথম টি-টোয়েন্টি। অনলাইনে আজ বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হলেও সরাসরি টিকিট কেনা যাবে বৃহস্পতিবার থেকে। ম্যাচডেতেও কেনা যাবে টিকিট। চট্টগ্রামের সাগরিকা টিকেট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত। ম্যাচের আগের দিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনের টিকিট সংগ্রহ করা যাবে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এই টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে ম্যাচ দেখা যাবে। ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা। শুক্রবার প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৭ মে। সিরিজের শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১২ মে। এই ম্যাচ দুটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।


প্রকাশিত: মে ১, ২০২৪ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ