রাজশাহী সদরে নৌকার প্রচার মিছিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে নির্বাচনী প্রচার মিছিল করেছে রাজশাহী ১৪ দল। আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের নেতাকর্মীরা এবারও কাঁধে কাঁধ মিলিয়ে ‘জিতবে আবার নৌকা’ স্লোগানে প্রকম্পিত করেছেন রাজশাহী নগরী। ঢাকঢোল, ব্যান্ড পার্টি নিয়ে গানের তালে তালে বের হওয়া নৌকার মিছিল নিমেষেই রূপ নেয় জনসমুদ্রে। মিছিল থেকে শেখ হাসিনার নৌকা প্রতীকের জয় নিশ্চিত করেই ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন ১৪ দলের নেতাকর্মীরা।
এর আগে নগরীর বড় মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয় নির্বাচনি জনসভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা। জনসভায় নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা রাজশাহীবাসীর জন্য আমাকে যে দায়িত্ব অর্পণ করেছিলেন, তা আমি এ পর্যন্ত যথাযথভাবে পালন করেছি। আমার প্রতি নেত্রীর আস্থা নষ্ট হয়, এমন কোন কাজ কখনোই করিনি। যে কারণে টানা চতুর্থ বারের মতো তিনি নৌকা প্রতীক দিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। রাজশাহীবাসী গত তিনবার নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করেছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই গত ১৫ বছরে রাজশাহীর এই পরিবর্তন সম্ভব হয়েছে। আগামী ৭ তারিখে আবারো নির্বাচন। এ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ তারিখের নির্বাচনে আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিন।


প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর