নিয়ামতপুরে ভাইয়ের লাঠির আঘাতে ভাই জখম

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই বতুল (৩৫) গুরুতর জখম হয়েছে। আহত বতুল নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরগিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ২৫ সেপ্টেম্বর পর বতুল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুরগিডাঙ্গা গ্রামের রহিমের বড় ছেলে বতুলের সাথে আপন ছোট ভাই অতুলের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বতুল বিবাদীর বাড়ির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করলে বতুল প্রতিবাদ করে।
এক পর্যায়ে ছোট ভাই অতুল (৩০), শুকচান (৪০), সোনারবি (৫৫), দোলনা (৩০) ও সুরবালা সহ সঙ্গীরা বতুলের উপর আক্রমণ করে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরে অচেতন করেন পালিয়ে যায়। পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত বতুলের স্ত্রী বলেন, আমাদের জমি জমা নাই। আমার স্বামী দিন আনে দিন খাই সে এখন মারধরে শিকার হয়ে বিছানায় পড়ে আছে। স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এখন স্বামীকে চিকিৎসা করাবো না ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলে দিবো। আমার স্বামীকে যারা মেরেছে তাদের বিচার চাই। বতুলের ছেলে বলেন, আমার বাবা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে। বাবাকে যারা মারধর করেছে তাদের বিচার চাই।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ | সময়: ৬:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ