সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ঈদের ছুটি শেষে খুলেছে অফিস

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ইদুল আজহা উদযাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ছিল। ঈদের ছুটি শেষে গতকাল ব্যাংক-বিমা, অফিস-আদালত ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন কর্মকর্তা-কর্মচারি-কর্মজীবীরা। তবে এখনও কর্মক্ষেত্রে বিরাজ করছে ঈদের আমেজ।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও ব্যাংকগুলোতে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে তেমন কর্মব্যস্ততা ছিল না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। একইভাবে ব্যাংকগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া দর্শনার্থী ও সেবাপ্রার্থীর উপস্থিতি কম ছিল।
এবিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, গত বৃহস্পতিবার সারাদেশে পালিত হয়েছে মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে রোববার অফিসে যোগ দিয়েছেন কর্মজীবীরা। এক্ষেত্রে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শতভাগ ছিল। দর্শনার্থী ও সেবাপ্রার্থীদের উপস্থিতির হার কিছুটা কম হলেও দু-এক দিনের মধ্যেই অফিসে দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে। তবে যারা রাজশাহীর বাইরে ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি বেশিভাগ কর্মজীবী তাদের অনেকে এক দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিনদিন লেগে যাবে।
জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামসুল ইসলাম জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাইনি। তবুও ঈদ অনেক ভালো কেটেছে। ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগদান করেছি।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৩ | সময়: ৫:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ