সর্বশেষ সংবাদ :

কমেছে মুরগির দাম, সবজি আগের মতোই

সানশাইন ডেস্ক: কাঁচাবাজারে আজকে সবজির দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। কিছু সবজির দাম কমেছে খুবই সামান্য। তবে বেড়েছে বেগুন-শসার মতো সবজির দাম। আদা-পেঁয়াজও বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। তবে কমেছে ব্রয়লার ও কক মুরগির দাম। গরুর মাংস গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭৮০-৮০০ টাকায়। আজকে তা বিক্রি হচ্ছে ৭৭০-৮০০ টাকায়। শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে ঘুরে দামের এ চিত্র পাওয়া যায়।
গত সপ্তাহের তুলনায় আজকের কাঁচাবাজারে সবজির দাম প্রায় অপরিবর্তিত। কিছু সবজি সামান্য কম-বেশি দামে বিক্রি হচ্ছে। তবে বেড়েছে বেগুন আর শসার দাম। বেগুন ৮০-৯০ টাকা, শসা ৮০ টাকা, করল্লা ৭০-৭৫ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ৮০-১২০ টাকা, টমেটো ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, পটল ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৬০-১০০ টাকা, ধুন্দল ৭০-৯০ টাকা, সজনে ১৫০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, ধনেপাতা ১০০ টাকা কেজি। লাউ ৬০-৭০ টাকা পিস।
সবজি বিক্রেতা মো. আনোয়ার হোসেন বলেন, সবজির দাম খুব একটা বাড়ে নাই। বাড়ছে বেগুন আর শসার দাম। গত সপ্তাহে বেগুন ছিল ৬০-৭০ টাকা, আজকে ৮০-৯০ টাকা। আর শসা ছিল ৫০-৬০ টাকা, আজকে ৮০ টাকা কেজি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামাল হোসেন বলেন, সবজির দাম অনেক বেশি। আরও কমা উচিত বলে আমার মনে হয়। এছাড়া আজকে বাজারে আলু ৪০ টাকা, পেঁয়াজ ৮০-৮৫ টাকা, দেশি আদা ৩০০ টাকা, চায়না আদা ৩৬০ টাকা ও রসুন ১৬০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ইলিশ মাছ ১২০০-১৬০০, রুই মাছ ৪৫০, কাতল মাছ ৪০০-৬০০, কালিবাউশ মাছ ৫০০, চিংড়ি মাছ ৯০০-১০০০, কাঁচকি মাছ ৫০০, টেংরা মাছ ৬০০, পাবদা মাছ ৪৫০ টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি ১৮৫-১৯০, কক মুরগি ২৫৩-২৬০, দেশি মুরগি ৬৫০, গরুর মাংস ৭৭০-৮০০ টাকা কেজি। বাজার করতে আসা সরকারি চাকরিজীবী শফিকুল ইসলাম বলেন, মাছের দাম এখনও বেশি। তবে মুরগির দাম কমেছে।
মুরগির মাংস বিক্রেতা হারুন বলেন, ব্রয়লার ও কক মুরগির দাম কমেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করেছি কেজি ১৯৫-১৯৮ টাকা করে। আজকে বিক্রি করছি ১৮৫-১৯০ টাকা করে। এছাড়া মুদি দোকান ঘুরে জানা যায়— চিনি, তেল, ডালের মতো দ্রব্যাদির দাম। আগের মতোই অপরিবর্তিত রয়েছে এসব পণ্যের দাম। তবে দাম বেড়েছে প্যাকেট পোলাওয়ের চালের। আগে বিক্রি হতো কেজি ১৫০ টাকা করে আর এখন ১৬৫ টাকায়। মুসরের ডাল ১৩০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, বুটের ডাল ৯৫ টাকা, ছোলা ৮৫ টাকা, চিনি ১৩০ টাকা, আটা ১৩০ টাকা (২ কেজির প্যাকেটে), খোলা ময়দা ৬৩ টাকা, সয়াবিন তেল (প্যাকেট) ১৯৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং খোলা সরিষার তেল ২৫০ টাকা লিটার।
সেলিম জেনারেল স্টোরের বিক্রেতা মো. সেলিম বলেন, সব কিছুর দাম মোটামুটি আগের মতোই আছে। তবে প্যাকেট পোলাওয়ের চালের দাম বেড়েছে। ঈদের পরপরও আমরা ১৫০ টাকা করে বিক্রি করতাম, এখন হয়েছে ১৬৫ টাকা। সামনে আরও বাড়বে কিনা কে জানে।


প্রকাশিত: জুন ৩, ২০২৩ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ