সর্বশেষ সংবাদ :

কয়েলের আগুনে ভষ্মীভূত তিনটি বাড়ি, বিদেশ যাওয়ার টাকা ছাই

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরে দেয়া কয়েল থেকে সৃষ্ট অগ্নিকান্ডে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের হাতে নগদ অর্থসহ শাড়ি-লুঙ্গি তুলে দেন।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, রোববার রাতে চামটা গ্রামের জার্মান মিয়ার ছেলে মোকছেদ আলীর গোয়ালঘরে দেয়া কয়েল থেকে হঠাৎ আগুন ধরে। পরে আগুন দ্রুত মোকছেদ আলী, তার ভাই রিপন আহমেদ ও আকছেদ আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে মোকছেদ আলীর বাড়িতে থাকা প্রায় ৯০ মণ রসুন ও রিপনের ঘরে থাকা ৩০ মণ রসুন এবং বিদেশ যাওয়ার জন্য জমানো নগদ দুই লাখ টাকাসহ তিন ভাইয়ের পাঁচটি ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে একটি ছাগল পুড়ে মারা যাওয়াসহ ৪টি গরু ও ছাগল দগ্ধ হয়েছে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তিনটি পরিবারের কমপক্ষে ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।


প্রকাশিত: মে ৩০, ২০২৩ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর