মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
রাজশাহী নগরীকে বলা হয় সবুজ নগরী। আর এই সবুজ নগরীতে রাস্তার পাশেই সারা বছ ফোটে থাকে বাহারি রঙের ফুল। বর্তমানে সড়কের মাঝে আই্যলান্ডে ফুটেছে উঠেছে সূর্যমুখী ফুল। আর এই ফুলের মধু শোষণ করার জন্যই পাখিদের আনাগোনা। গতকাল রাজশাহী নগরীর হাইটেক পার্কের সড়কের পাশে থেকে ক্যামেরায় বন্দি হয়। ছবি – সোহরাব হোসেন