চারঘাটে বিদুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চারঘাট: ধানের জমিতে সেচের পানি দিয়ে বাড়ী ফেরা হলো না সাখাওয়াত হোসেন (২২) নামের এইচএসসি পড়ুয়া কলেজ ছাত্রের। বাড়ী ফেরার আগেই বিদ্যুতায়িত হয়ে মৃত্যূ বরন করেন তিনি।
নিহত সাখাওয়াত হোসেন (২২) রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের এসকে বাদল এলাকার ইলতু প্রামানিকের কলেজ পড়ুয়া ছেলে। বুধবার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য লালন উদ্দিন।
তিনি বলেন,নিহত সাখাওয়াত হোসেন শলুয়া ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র। তার নিজ বাড়ী থেকে কয়েকশ গজ অদুরে ধানের জমি রয়েছে। জমিতে সেচ দেয়ার জন্য নিজ বাড়ী থেকে লুজ তারের মাধ্যমে বিদ্যুত নিয়ে সেচ কাজ সম্পন্ন করতেন।
প্রতিদিনের ন্যায় বুধবার বিকাল থেকে সেচ দেয়ার সময় হঠাত করে লুজ তারে বিদ্যূতায়িত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াত মৃত্যুবরণ করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ বিষয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হবে।


প্রকাশিত: মার্চ ২, ২০২৩ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ