সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রসুলচক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কেটে বিক্ষত করার অভিযোগে থানায় অভিযোগ হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি শিবগঞ্জ উপজেলার আবদুল লতিফ টুনুর ছেলে। গত ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ছবি কেটে বিক্ষত করার অভিযোগে একই এলাকার সাকির আলী নামের এক ব্যক্তি শিবগঞ্জ থানায় এ অভিযোগ করেছেন। তবে পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
সাকির আলী অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি তিনি রসুনচক বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষকের কার্যালয়ে রক্ষিত প্রধানমন্ত্রীর ছবিটি বিকৃত করে টাননো রয়েছে। এটি দেখার পর তিনি প্রধানশিক্ষককে অবহিত করেন। তবে প্রধান শিক্ষক কোনো কর্ণপাত করেনি।
সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে গিয়ে একই দৃশ্য দেখা যায়। এ ঘটনার প্রধান শিক্ষককে জানানে তিনি ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রীর ছবি কেটে বিক্ষত করে। এরপর প্রধানশিক্ষক হুমকি দিয়ে বলেন ‘যা. তোদের প্রধানমন্ত্রীর ছবি কেটেছি। যা পারিস করে নে। এ ঘটনায় বাদী হয়ে সাকির আলী থানায় অভিযোগ করেছেন।