বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর অদুরে পুঠিয়ার বেলপুকুর থানার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। এসময় আকাইদ হোসেন দীপু (১৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। দীপু জেলার চারঘাট উপজেলার বিজইর গ্রামের ফরমানের ছেলে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাতে বেলপুকুর থানাধীন জয়পুর এলাকায় অভিযানি চালায়। এসময় র্যাব ঘটনাস্থল পৌঁছামাত্রই দীপু কৌশলে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে র্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে, তার কাছে অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরে র্যব সদস্যরা তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে। রাতেই তাকে বেলপুকুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।