শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (২৮)। স্টেশন সংলগ্ন শিরোইল কলোনী এলাকার বাসিন্দা তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে স্টেশনে টিকেট বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। রাজশাহী রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে শফিকুল রাজশাহী রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে অতিরিক্ত মূল্যে টিকেট বিক্রি করছিলো। এ সময় রাজশাহী-ঢাকা আন্ত:নগর ট্রেনের পাঁচটি টিকেটসহ তাকে আটক করা হয়। এই পাঁচটি টিকেটে ট্রেনের আটটি আসন ছিল।
তিনি আরও জানান, টিকেটগুলো অনলাইনে কাটা হয়েছিল। পরে কাউন্টার থেকে প্রিন্ট করা হয়। এই টিকেট বিক্রির অভিযোগে তাকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।